ইনজুরি টাইমে জার্জিও সামরাসের গোলে আইভোরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে, 'সি' গ্রুপ থেকে রানার্স আপ হয়ে নক-আউট পর্বে উঠল গ্রীস।
নকআউট পর্বের উঠার লড়াইয়ে গ্রীস বিপক্ষে খেলতে নামে আইভোরি কোস্ট। যে জিতবে সেই উঠে যাবে শেষ ষোলতে। শুরু থেকে দুই দলই আক্রমনে থাকলেও প্রথম সাফল্যের দেখা পেল গ্রিস। আন্দ্রেস সামারিস লিড এনে দেন এথনিকেদের।
তবে বিরতি থেকে ফিরেই এলিফেন্টদের সমতায় ফেরান উইলফ্রেড বনি।
ড্র করে নকআউট পর্বে যাবার স্বপ্নে বিভোর আইভোরি কোস্ট ভুল করে বসলেন নিজেদের রক্ষনে। ইনজুরি টাইমে জার্জিও সামারাসকে ডি বক্সে ফাউল করে বসেন জিওভান্নি সিও। কিক নিতে এসে এলিফেন্টদের জালে বল পাঠিয়ে জয়ের সঙ্গে গ্রিসকে শেষ ষোলতে তোলেন সামারাস।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: