বিশ্বকাপে নিজেদের শততম ম্যাচে নেইমারের জোড়া গোলে দুর্দান্ত এক জয় পেল ব্রাজিল। ৪-১ গোলে ক্যামেরুনকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
পরের রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’র রানার্স আপ চিলি। গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে নক আউট পর্বের টিকেট কাটলো মেক্সিকো।
পয়েন্টে ব্রাজিলের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে থেকেই প্রথম পর্ব পেরুলো এল ত্রি'রা। রাউন্ড অব সিক্সটিনে তাদের প্রতিপক্ষ গ্রপ ‘বি’এর চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।
প্রথম দুই ম্যাচের সঙ্গে কোনোভাবেই মেলানো যাবে না এ ব্রাজিলকে। নিজেদের তৃতীয় ম্যাচে এসে স্বরুপে ফিরেছে সেলেকাওরা।
শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণভাগে দুর্বার গতিতে আঘাত হানতে থাকে স্বাগতিকরা। ফলও পেয়ে যায় ম্যাচের ১৭ মিনিটেই। লুইজ গুস্তাভোর ক্রস থেকে দলকে লিড এনে দেন নেইমার।
তবে ম্যাচে ফিরতে দেরি করেনি ক্যামেরুন। ২৬ মিনিটে স্কোরলাইন সমান করেন জোয়েল মাতিপ।
নেইমারের প্রথম গোলই বলে দেয় এ ম্যাচে বাজিমাৎ করবেন তিনিই। হলোও তাই। ৩৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে আবারো আনন্দে ভাসান নেইমার। ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় স্কলারির শীষ্যরা। চার মিনিটের মধ্যে ব্যবধান ৩-১ করেন ফ্রেড।
আর ক্যামেরুনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ফার্নানদিনহো। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। নক আউট পর্বে ২৮ জুন চিলির বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।
গ্রুপের আরেক ম্যাচে গোলশূন্য প্রথমার্ধ শেষ হয় ক্রোয়েশিয়া- মেক্সিকোর খেলা। এরপর ৭২ থেকে ৮২ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় মেক্সিকো। ৮৭ মিনিটে ক্রোয়েশিয়া ব্যবধান কমালে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এল ত্রি'রা। নক আউট পর্বে ২৯ জুন মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মেক্সিকো।