অন্তিম মুহূর্তে ডিভক অরিগির গোলে শেষ ষোল নিশ্চিত করলো ডার্ক হর্স বেলজিয়াম। রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ‘এইচ’ গ্রুপের আরেক ম্যাচে, দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে আলজেরিয়া।
একদিকে বিশ্বকাপের নকআউট পর্বে উঠার সুযোগ বেলজিয়ামের। অন্যদিকে প্রথম ম্যাচ ড্র করায় রেড ডভিলদের বিপক্ষে ম্যাচটি ছিল রাশিয়ার জন্য টিকে থাকার লড়াই।
বেলজিয়ামের ডিফেন্স ভেঙ্গে রাশানদের আক্রমণ সফলতা এনে দিতে পারত ম্যাচের ১২ মিনিটেই। তবে ভিক্টর ফালজুলিনের শট রুখে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। রেড ডেভিলদের গোলবারের নিচে দাড়ানো কর্তোয়া ৩০ মিনিটে আবারও রক্ষা করলেন বেলজিয়ামকে। আক্রমণে ছিল বেলজিয়ামও। তবে বারবার রাউট উইং থেকে আক্রমনে গিয়েও গোলের দেখা পাচ্ছিল না উইলমেটের শিষ্যরা।
৮৪ মিনিটে কেভিন মিরালেসের ফ্রিকিক গোলবারে লেগে ফিরে না আসলে, বেলজিয়াম পেতে পারত কাঙ্খিত লিড। তবে রেড ডেভিলদের হতাশা মিনিট তিনেক পরই দূর করল অ্যাডিন হ্যাজার্ড ও ডিভক অরিগি জুটি। তাদের বোঝাপড়া থেকে বেলজিয়ামের জয়সূচক গোল করেন অরিগি।
নির্ধারিত সময় শেষে অরিগির একমাত্র গোল বেলজিয়ামকে নিয়ে গেল বিশ্বকাপের শেষ ষোলতে।
দিনের অন্য ম্যাচে, এশিয়ার পরাশক্তি দক্ষিন কোরিয়ার বিপক্ষে খেলতে নামে আলজেরিয়া। তবে শুরুটা ভাল হয়নি কোরিয়ার। ২৬ ও ২৮ মিনিটে ইসলাম স্লিমানি ও রফিক হালিচের গোলে ২-০ গোলে এগিয়ে যায় ডেজার্ট ফক্সেসরা।
বিরতির আগে তেগুক ওয়ারিয়র্সদের জালে বল পাঠান জাবু। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটি গোল শোধকরে দক্ষিন কোরিয়াকে ম্যাচে ফেরার আশা যোগান সু হিউং মিন।
তবে এরপর ইয়াসিন ব্রাহিমির গোল ম্যাচ থেকে ছিটকে দেয় দক্ষিন কোরিয়াকে। ৭২ মিনিটে কু জা চেওলের গোল শুধুমাত্র পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। আর ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া।