নাটকীয় ড্র হল যুক্তরাষ্ট্র-পর্তুগাল ম্যাচ। ভারেলার শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে টিকে রইলো রোনালদোর পর্তুগাল। ‘জি’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রইলো দুই দলেরই।
প্রথম ম্যাচে জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর, পর্তুগালের জন্য এই ম্যাচটি ছিল বিশ্বকাপে টিকে থাকার লড়াই। ‘ডু অর ডাই’ ম্যাচের শুরুটা আশা জাগানিয়া হয় পর্তুগালের। ৫ মিনিটেই লিড নেয় তারা। জালে বল জড়ান ন্যানি। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণ হলেও, গোলশুন্য শেষ হয় প্রথমার্ধ।
গোল শোধে মরিয়া যুক্তরাষ্ট্র ম্যাচে ফেরে ৬৪ মিনিটে। স্কোরশিটে নাম লেখান জার্মাইন জোনস। ক্লিন্ট ডেম্পসি দলে স্বস্তি আনেন ম্যাচের ৮১ মিনিটে। তার গোল থেকে ২-১ এ এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের হার নিয়ে মাঠ ছাড়ার অপক্ষায় পর্তুগাল। তবে ছেড়ে দেওয়ার পাত্র নন ক্রিশ্চিয়ানো রোনালদা। শেষ বাশি বাজার ক্রিশ সেকেন্ড আগে, সিআর সেভেনের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান ভারেলা। সেইসঙ্গে বেঁচে রইলো পর্তুগালের বিশ্বকাপ আশা।