বিশ্বকাপের এইচ গ্রুপের ম্যাচের দক্ষিণ কোরিয়া সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রাশিয়া। দিনের অন্য ম্যাচে মার্টেনস ও ফেল্লাইনির গোলে আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম।
সমমানের দুটি দল যখন একে অন্যর বিপক্ষে মাঠে নামে তখন দুর্দান্ত একটি ম্যাচ দেখতে পায় বিশ্ব। রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার ম্যাচটিতেও তার ব্যতিক্রম হয়নি। দুদলের বেশ কিছু ক্ষুরধার আক্রমণে দেখা মিললেও প্রথমার্ধে মিলল না গোলের দেখা।
বিরতির পর রাশান গোলরক্ষক ইগরা আকেনফিভের ভুলে লিড পায় তেগুক ওয়ারিয়র্সরা। বদলি খেলোয়াড় আলেক্সেন্ডার কেরশাকোভের গোলে ছয় মিনিটের মধ্যে সমতা আনে রাশানরা। বাকি সময়ে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুইদলকে।
দিনের অন্য ম্যাচে অ্যাডিন হ্যাজার্ড-ফেল্লাইনির মতো তারকাদের নিয়ে গড়া বেলজিয়াম খেলতে নামে আলজেরিয়ার বিপক্ষে। ২৪ মিনিটে রেড ডেভিল রক্ষণে ফাউল করে স্পটকিক উপহার দেন ভ্যান ভার্টেনগান। স্পট কিক থেকে দ্য গ্রিনসদের লিড এনে দিতে কোন ভুল করলেন না সোফিয়ান।
ম্যাচের ফিরতে মরিয়া বেলজিয়াম কাঙ্খিত গোলের দেখা পায় ম্যাচের ৭০ মিনিটে।
এরপর যেন এলোমেলো হয়ে পরে আলজেরিয়ার ডিফেন্স। আর সেই সুযোগে আবারো দ্য গ্রিনসদের জালে বল পাঠিয়ে রেড ডেভিলদের জয় নিশ্চিত করেন ড্রিস মার্টেনস।
পরিকল্পিত শুরু করতে না পারার পরও ম্যাচের শেষ ভাগে এসে দুই গোল করে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নেয় মার্ক উইলমটের রেড ডেভিলরা।