‘এইচ’ গ্রুপের ওপেনিং ম্যাচে থমাস মুলারের হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা করলো তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। পর্তুগালকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানরা। বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক এ দলের হয়ে অন্য গোলটি করেছেন ম্যাটস হামেলস। আর থমাস মুলারকে ফাউল করে লাল কার্ড দেখেছেন পর্তুগীজ ডিফেন্ডার পেপে।
সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ১০০তম ম্যাচ খেলতে নামে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের শুরু থেকেই পর্তুগীজদের কোনঠাসা করে রাখে জার্মানরা। মারিও গোৎসেকে বিপজ্জনকভাবে ফাউল করে বসেন পর্তুগীজ ডিফেন্ডার হোয়াও পেরেরা। স্পটকিক থেকে ঈগলসদের লিড এনে দেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার থমাস মুলার।
আলো ছড়াতে পারেননি পুরোপুরি ফিট না থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জার্মান দাপটের মধ্যেও আক্রমনে যায় পর্তুগাল। তবে লক্ষ্যভেদ করতে পারেনি ন্যানিদের নিশানা।
পর্তুগালকে খুব বেশি সুযোগ দেয়নি জার্মানি। ৩২ মিনিটেই লিড দ্বিগুন করে নেয় ঈগলসরা। স্কোরশিটে নাম লেখান ম্যাটস হামেলস।
মরার ওপর খাড়ার ঘা পেপের রেড কার্ড। থমাস মুলারকে ফাউল এবং মাথা দিয়ে গুতো মেরে পর্তুগালকে ১০ জনের দলে পরিনত করেন পেপে।
বিরতির আগমুহুর্তে আবারো পর্তুগীজ শিবিরে আঘাত হানেন থমাস মুলার। ৩-০ গোলে এগিয়ে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধে চতুর্থ গোলের সুযোগ এসেছিলো জার্মানির সামনে। তবে গোলরক্ষককে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি মারিও গোৎসে।
প্রথম হ্যাটট্রিক দেখলো ব্রাজিল বিশ্বকাপ। নিজের ৫০ তম ম্যাচে ওয়ার্ল্ড কাপের ৪৯তম হ্যাটট্রিক তুলে নিলেন থমাস মুলার।
রেফারির শেষ বাঁশিতে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জোয়াকিম লোর শীষ্যরা।