বিশ্বকাপে ‘জি’ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে রাত ১০টায় তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। পর্তুগাল দলে রয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ডু অর ডাই ম্যাচে যিনি একাই চার গোল করে দলকে পাইয়ে দিয়েছিলেন ব্রাজিল বিশ্বকাপের টিকেট।
ইনজুরি আক্রান্ত রোনালদোর খেলা নিয়ে এখনও রয়েছে সংশয়। নিসন্দেহে পর্তুগীজ কোচ পাওলো বেন্তোর ট্রাম্প কার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে রোনালদো ছাড়াও দলে ন্যানি, পেপি, মৌটিনহোর মত ফুটবলাররা থাকার পরও বিশ্বকাপ জয়ের জন্য অনেকেরই মতে ফেবারিট নয় পর্তুগীজরা। ডেঞ্জারম্যান পর্তুগীজ মিডফিল্ডার জোয়াও মৌটিনহোর বাড়ানো পাস থেকে গোল করে জার্মান দূর্গে জোড়ালো আঘাত হানতে পারেন রোনালদো-ন্যানিরা।
পর্তুগালের সম্ভাব্য ফরমেশন ৪-৩-৩। গোলবারের নিচে বিশ্বস্ত প্যাট্রিসিও। পেরেইরা, আলভেস, কোয়েন্ত্রাওকে নিয়ে রক্ষণভাগের নেতৃত্বে পেপি। মিডফিল্ড সামলাবেন মৌটিনহো ও রাউল মেরিলেস। উইং এ সুপারস্টার রোনালদো ও ন্যানি। এছাড়াও থাকছেন ভ্যালেন্সিয়া স্ট্রাইকার পোস্টিগা।
রোনালদোর মতো দুর্দান্ত পারফরমার নন মেসুত ওজিল, টনি ক্রুস ও থমাস মুলাররা তারপরও এবারের বিশ্বকাপের অন্যতম স্কোয়াড জার্মানী।
বিশ্বকাপ ইতিহাসে জার্মানি সবচেয়ে সফল দলগুলোর একটি। ১৯ বারের মধ্যে ১২ বার সেমিফাইনালে খেলেছে তারা। গত বিশ্বকাপে তরুণদের নিয়ে গড়া দলটির আক্রমণ রীতিমত আতংক সৃস্টি করেছিল প্রতিপক্ষের মধ্যে। প্রায় অভিন্ন সে দলটি এবার আরো পরিণত।
গত বিশ্বআসরের ৪-২-৩-১ ফরমেশন ছেড়ে এবার কোচ জোয়াকিম লো বেছে নিতে পারেন ৪-৩-৩ ফরমেশনকে। গোলবারের নিচে বিশ্বস্ত ম্যানুয়েল নয়্যার। সেন্টার ব্যাকে মোটামুটি নিশ্চিত ম্যাট হুমেলস ও পার মার্তেসেকারের থাকাটা। ডিফেন্সিভ মিডফিল্ডে অধিনায়ক ফিলিপ লাম। সঙ্গী বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও টনি ক্রুস।
মূল একাদশে দেখা নাও যেতে পারে প্লেমেকার মেসুত ওজিলকে। উইং এ থমাস মুলার। যার উইংম্যান আর্সেনাল ফরোয়ার্ড আন্দ্রে শুরলে। স্ট্রাইকিং এ থাকছেন লুকাস পোডোলস্কি।