বিশ্বকাপে ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে দিদিয়ের দ্রগবার নৈপুণ্যে এশিয়ার পরাশক্তি জাপানকে ২-১ গোলে হারিয়েছে আইভরি কোস্ট।
ম্যাচের শুরু থেকেই আইভরি কোস্টের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জাপান। ১৬ মিনিটে কেইসুকে হোন্ডার গোলে লিড নেয় এশিয়ার দেশটি। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও বিরতির পর বনি ও জেরভিনহোর গোলে পিছিয়ে পড়ে ব্লু সামুরাইরা। ৬২ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে দিদিয়ের দ্রগবার নামার পরেই অ্যাটাকে নামে পিছিয়ে থাকা আইভরি কোস্ট।
৬৪ মিনিটে সার্জে ওরিয়ের অ্যাসিস্ট থেকে দূর্দান্ত এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান উইলফ্রেড বনি। মাত্র দুই মিনিট পরেই জেরভিনহোর হেডে ব্যবধান দ্বিগুণ করে এলিফেন্টরা।
শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আইভরি কোস্ট।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: