বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ‘এ’ গ্রুপের খেলায় শুক্রবার রাত ১০টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে ক্যামেরুন। আর ‘বি’ গ্রুপের ম্যাচে রাত ৪টায় চিলির মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
১৪ বার বিশ্বকাপ ফুটবলের মহা আসরে অংশ নিয়ে মেক্সিকোর সর্বোচ্চ সাফল্য শেষ ষোল পর্যন্ত।
এদিকে, মাত্র ৬ বার বিশ্বকাপে অংশ নিলেও প্রথম আফ্রিকান দল হিসেবে শেষ আটে খেলার অর্জন রয়েছে ক্যামেরুনের। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকবে মধ্য অ্যামেরিকার দেশ মেক্সিকো।
একবারের দেখায় ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নেন তারা। মেক্সিকোর আক্রমণভাগের স্পটলাইটে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড হাভিয়ের হার্নান্দেজ। আর ক্যামেরুনের মূল ভরসা চেলসি স্ট্রাইকার স্যামুয়েল এতো।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: