ইতালিয়ান সিরি আতে এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো রোমা। ৩৫ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে রুডি গার্সিয়ার শিষ্যরা।
অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম অবস্থানে এসি মিলান। ঘরের মাঠে শুরু থেকে প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক খেলতে থাকে ইতালিয়ান জায়ান্ট রোমা। প্রথমার্ধের মিনিট দুয়েক আগে এসি মিলানের বিপক্ষে রোমাকে লিড এনে দেন মিরালেম জানিক। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ৬৫ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন গারভিনহো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি অতিথিরা। নির্ধারিত সময় শেষে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। লিগ টেবিলের শীর্ষে থাকা ইয়ুভেন্তাসের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে রোমা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: