স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক কোচ ও ম্যানেজার টিটো ভিলানোভা আর নেই। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনার ওয়েবসাইট। বৃহস্পতিবার অসুস্থ হয়ে যাওয়ায় অস্ত্রোপচার করা হলেও বাঁচানো যায়নি সাবেক এই বার্সা কোচকে।
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করেও হার মানতে হল ৪৫ বছর বয়সী ভিলানোভাকে। ২০১২ সালে বার্সার অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা ক্লাব ছাড়ার পর স্প্যানিশ ক্লাবটির দায়িত্বে ছিলেন টিটো।
তবে অসুস্থতার কারণে ২০১৩ সালের জুলাই মাসে বার্সার দায়িত্ব ছেড়ে দেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: