উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের শুরুটা অবশ্য মোটেও ভাল হয়নি রিয়ালের। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয় স্বাগতিক ডিফেন্সকে। তবে ১৯ মিনিটেই লিড নেয় কার্লো অ্যানচেলোত্তির শীষ্যরা। ডিফেন্ডার ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের পাস থেকে জালে বল জড়ান করিম বেনজেমা। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ।
শেষ পর্যন্ত বায়ার্ন গোল শোধ করতে ব্যর্থ হলে ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে থেকে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। আগামী মঙ্গলবার ফিরতি লেগ হবে বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: