বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ।
ভ্যালেন্সিয়ার মাঠ এস্তাদিও ডি মেস্তেলায় ম্যাচের ৬ ও ৭ মিনিটে দুটি সুযোগ মিস করলেও ১১ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে লিড নেয় রিয়াল। করিম বেনজেমার পাস থেকে জালে বল জড়ান এই আর্জেন্টাইন তারকা। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। ৬৮ মিনিটে খেলায় সমতা আনেন বার্সার মার্ক বার্ত্রা।
তবে শেষ পর্যন্ত কাতালানদের স্বপ্ন ভঙ্গ করেন গ্যারেথ বেল। ৮৫ মিনিটে বেলের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শীষ্যরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: