আন্তর্জাতিক ক্রিকেট জুয়াড়ি ভারতীয় নাগরিক অতনু দত্তকে রোববার আবারো গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। এ নিয়ে তৃতীয়বার গ্রেপ্তার হলেন তিনি। ওয়ার্ল্ড টি-টোয়েন্টি চলার সময় র্যা পিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যা ব) পর্যবেক্ষণে সন্দেহভাজন হিসেবে প্রথম চিহ্নিত হন অতনু দত্ত। র্যা ব প্রথমবার আটক করার পর তিনি ক্রিকেট নিয়ে জুয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য দেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় আসরে সবসময়ই কড়া নজরদারির মধ্যে থাকে জুয়ার বিষয়টি। এবারও এর ব্যতিক্রম ছিল না। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়, ২১ মার্চ প্রথমবার সন্দেহবশত গ্রেপ্তার হন ভারতীয় নাগরিক অতনু দত্ত।
সে সময় আকসুর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ভারতের ধরমবীর সিং যাদবের অনুরোধে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয় তাকে। এরপর থেকেই তৎপর হয়ে ওঠে র্যা ব। অতনুকে ছেড়ে দিলেও তার মোবাইলে আড়ি পাতে তারা। এ প্রক্রিয়ায় ধরমবীর সিং যাদবের সঙ্গে অতনুর কথোপকথনের তথ্য পেয়েছে র্যা ব।
এর প্রেক্ষিতেই অতনু দত্তকে কালো তালিকাভুক্ত করে বাংলাদেশ ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ সরকার। ৩ এপ্রিল রাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হন তিনি। এরপর আদালতে জামিন নিয়ে তিনি লাপাত্তা হয়ে যান। সবশেষ পুলিশ তাকে মিরপুর থেকে আটক করেছে।