উইগান অ্যাথলেটিককে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ২০০৫ সালের পর প্রথমবারের মতো এফ এ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল।
শুরু থেকেই একে অপরের রক্ষণভাগে চড়াও হয়ে খেলতে থাকে দুদল। তবে গোলরক্ষকদের দক্ষতায় গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় উভয় দলই। ৬৩ মিনিটে স্পটকিক থেকে উইগানকে লিড এনে দেন জর্ডি গোমেজ। ৮২ মিনিটে পার মার্টেসকারের গোলে সমতায় ফেরে আর্সেনাল।
নির্ধারিত ৯০ মিনিটের মতো অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোন গোল না হলে খেলার ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। গানার গোলরক্ষক লুকাস ফ্যাবিয়ানি দুটি গোল সেভ করলে ৪-২ ব্যবধানের জয় পায় আর্সেনাল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: