ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ফ্রেঞ্চ ক্লাব লিওকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইয়ুভেন্টাস। দুই লেগে ৩-১ এগ্রিগেটে সেমিফাইনাল নিশ্চিত করল তুরিনের ওল্ড লেডিরা।
হোম ম্যাচের শুরুতেই পিরলোর গোলে এগিয়ে যায় ইয়ুভেন্টাস। ১৮ মিনিটে লিওকে সমতায় ফেরান ব্রেইন্ড। দ্বিতীয়ার্ধে এমিটির আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় ওল্ড লেডিরা।
দিনের আরেক ম্যাচে পোর্তোর বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় সেভিয়া। ৭৯ মিনিটে পোর্তর জালে বল পাঠান কেভিন। ইনজুরি টাইমে ড্রাগন্সদের হয়ে সান্তনাসূচক গোলটি শোধ করেন রিকার্ডো। দুই লেগে ৪-২ এগ্রিগেটে সেমিফাইনালের টিকিট পায় সেভিয়া।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: