দ্যা থ্রি ক্রিকস এর আয়োজনে দ্বিতীয়বারের মতো ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট শুরু হলো। বৃহস্পতিবার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্ধোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবারের আসরে ৫টি গ্রুপে ভাগ হয়ে মোট ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপে খেলবে ৮টি দল। আর এ টুর্নামেন্ট ১৭ এপ্রিল শেষ হবে।
এসময় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয় উপস্থিত ছিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: