স্বাধীনতা কাপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দী আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী শনিবার সকার ক্লাব ফেনীর বিপক্ষে ফাইনাল খেলবে মোহামেডান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাইভোল্টেজ সেমিফাইনালে শুরু থেকেই আবাহনীর রক্ষণভাগে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রুই ক্যাপেলার শীষ্যরা। তবে গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে মোহামেডান।
৩২ মিনিটে লিড পায় সাদা কালোরা। টিটোর মাইনাস থেকে গোল করেন বিদেশী রিক্রুট জঙ্গো। খেলায় অনেকটাই নিস্তেজ ছিলো আবাহনী।
মোহামেডান শিবিরে আক্রমন চালালেও ভালো ফিনিশিং দিতে ব্যর্থ হন আকাশী নীল ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: