আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্ব একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক অলরাউন্ডার সালমা খাতুন। আর আইসিসির টি-টোয়েন্টি বোলার র্যা ঙ্কিংয়েও এক নম্বরে জায়গা নিয়েছেন বাংলাদেশের এ টাইগ্রেস।
নারীদের ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে পাঁচ ম্যাচ খেলে আট উইকেট পেয়েছেন সালমা খাতুন। পুরো টুর্নামেন্টজুড়েই তার পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো। ইকোনমি রেটেও সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের ৫ ম্যাচে তার ইকোনমি রেট ৩.৫৮।
এছাড়া, আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৮ রানে দুই উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। যা টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং ফিগার।
এদিকে, বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ইংলিশ বোলার আনইয়া শ্রাবস্লে ৫৭১ রেটিং নিয়ে রয়েছেন র্যা ঙ্কিংয়ের ১৩তম স্থানে। আর সালমার রেটিং ৬৫০।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: