স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালের লড়াই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ সকার ক্লাব ফেনী। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই জায়ান্ট আবাহনী-মোহামেডান।
এবার শিরোপা জিততে দৃঢ়প্রত্যয়ী ব্রাদার্স ইউনিয়ন। আর সকার ক্লাব ফেনী আবারো চমক দেখাতে চায়। আর দুই পরাশক্তি আবাহনী মোহামেডান কেউ কাউকে কোনো ছাড় দিতে রাজি নয়। সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান চার দলের কোচ ও অধিনায়করা। আবাহনীর কোচ আলী আকবর ও মোহামেডানের কোচ রুইক্যাপেলা স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের চার সেমিফাইনালিস্ট দল নিয়ে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে। তিনবারের লিগ চ্যাম্পিয়ন ব্রাদার্স উইনিয়ন চায় টুর্নামেন্টের ফাইনাল জিততে। তাই বাড়তি চিন্তাও করছে না প্রতিপক্ষকে নিয়ে।
টুর্নামেন্টে এ প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে চমক দেখিয়েছে সকার ক্লাব ফেনী। তাই দলের কোচ খুবই আত্মবিশ্বাসী।
টুর্নামেন্টের দুই ফেভারিট দুই জায়ান্ট আবাহনী-মোহামেডানের একবার মোকাবেলা হয়েছে গ্রুপ পর্বে। আবার তাদের দেখা হচ্ছে দ্বিতীয় সেমিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়াটার ফাইনালে উঠে সাদাকালোরা। তাই মোহামেডান অধিনায়ক আবাহনীকে টপকেই ফাইনালে উঠার ব্যাপারে আত্মবিশ্বাসী।
অন্যদিকে স্বাধীনতা কাপ টুর্নামেন্টের অধরা শিরোপা ঘরে তোলতে চায় আবাহনীও।
মঙ্গলবার, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামবে সকার ক্লাব ফেনী। আর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মোহামেডান-আবাহনী।