ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যে কোনো খেলা আয়োজন করতে বাংলাদেশ সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার আইসিসির প্রেসিডেন্ট অ্যালান আইজ্যাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুন্য বাড়াতে কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমি করা হবে। আর সরকার শুধু ক্রিকেট নয় বরং সব ধরনের খেলাধুলাকে উৎসাহিত করে থাকে।
এ সময় টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আইসিসির প্রেসিডেন্ট।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: