ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের কাছে ৩-০ গোলে হেরে গেছে আর্সেনাল। তবে জয় পেয়েছে লিভারপুল। অপর ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে অল রেডরা।
এর মধ্য দিয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল। আর সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকলো আর্সেনাল।
এভারটনের মাঠে খেলতে গিয়ে বিপাকে পড়ে আর্সেনাল। প্রথমার্ধেই দুটি গোল খেয়ে বসে তারা। স্কোর করেন স্টিভেন নাইস্মিথ ও রোমেলু লুকাকু।
দ্বিতীয়ার্ধেও কিছুই করতে পারেনি গানাররা। উল্টো আরো একটি গোল খায় তারা। ৬১ মিনিটে মিকেল আরতেতার গোলে ৩-০ ব্যবধানে হারে আর্সেন ওয়েঙ্গারের শীষ্যরা।
আরেক ম্যাচে, স্টিভেন জেরার্ডের জোড়া পেনাল্টি গোলে ওয়েস্টহাম ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অটুট রাখলো অল রেডরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: