স্প্যানিস লা লিগায় রিয়াল সোসিয়াদাদকে গোল বন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে তারা।
ফলে ৩২ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা। আর সমান ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে রয়েছে রিয়াল সোসিয়াদাদ।
ম্যাচের শুরু থেকেই মাঠে রিয়াল সোসিয়াদাদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ৪৫ মিনিটে মিডফিল্ডার ইলারামদির গোলে এগিয়ে যায় মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার আরো বাড়িয়ে দেয় অথিতিরা। ৬৭ মিনিটে গ্যারেথ বেলের গোলে ব্যবধান দ্বিগুণ করে দ্যা হোয়াইটসরা। ৮৫ মিনিটে পর্তুগীজ ডিফেন্ডার পেপে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০ তে।
আর ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে আরভারো মোরাটার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: