টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খারাপ পারফরম্যান্সের ব্যাপারে দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ শেন জার্গেনসনকে প্রতিবেদন দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির আয়োজিত সভায় এ কথা বলেন সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির পূর্ব নির্ধারিত সভায় শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ, এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্সের ব্যাপারেও রিপোর্ট দেয়ার জন্য কোচ ও অধিনায়ককে এ নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই দলের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। চলতি বিশ্বকাপ আয়োজক হিসেবে নিজেদের নানা কার্যক্রম নিয়েও আলোচনা হয় সভায়।
এদিকে, একটি পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে কয়েকটি বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দুদিন আগে সাকিব আল হাসানকে চিঠি দেয় বিসিবি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: