চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখের ম্যাচটিও সমান সংখ্যক গোলে ড্র হয়েছে।
তবে অ্যাওয়ে ম্যাচে গোল করায় সেমিফাইনালের দৌঁড়ে কিছুটা এগিয়ে থাকলো অ্যাটলেটিকো ও বায়ার্ন।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে বার্সেলোনা ও অ্যাথলেটিকোর সেমিফাইনালে এগিয়ে যাওয়ার লড়াই। বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি কাতালান জায়ান্টরা। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ৩০ গজ দূর থেকে অসাধারণ এক গোলে অ্যাটলেটিকোকে লিড এনে দেন দিয়েগো রিবাস। ৭১ মিনিটে, ইনিয়েস্তার সহায়তায় দলকে সমতায় ফেরান নেইমার। নির্ধারিত সময় শেষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এদিকে, ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখের ম্যাচটিও সমান সংখ্যক গোলে ড্র হয়েছে।