ওয়ার্ল্ড টি-টোয়েন্টি মিশন একেবারে খালি হাতেই শেষ করলো বাংলাদেশ। সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিকরা। বাংলাদেশের ১৫৩ রানের জবাবে ৩ উইকেটে হারিয়ে ১৭ ওভার ৩ বলে ১৫৮ রান তোলে অস্ট্রেলিয়া।
মর্যাদার লড়াইয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার ইনজুরিতে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিন আহমেদের। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। কোন রান করার আগেই কল্টার নাইলের বলে ওয়াটসনের হাতে ক্যাচ দেন বিশ্বকাপে ফর্মে থাকা এনামুল হক।
এর কিছুক্ষণের মধ্যে আবারো ধাক্কা খায় টাইগাররা। দলীয় ১২ রানে কল্টার নাইলের দ্বিতীয় শিকারে পরিনত হন তামিম ইকবাল।
বাংলাদেশ, প্রাথমিক বিপর্যয়ে সামলে ওঠে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে। ক্যারিয়ারের ৪র্থ অর্ধশতক তুলে নেন সাকিব। এ দুজন মিলে উপহার দেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ ১১২ রানের জুটি।
৩ রানের জন্য মুশফিকুর রহিম মিস করেন অর্ধশতক। পরের ওভারেই ব্যক্তিগত ৬৬ রানে বিদায় নেন সাকিব আল হাসানও। শেষ পর্যন্ত নাসির হোসেনের ১৪ রানে ভর করে নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৫৩ রান তোলে বাংলাদেশ।
জবাব দিতে নেমে, উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলারদের প্রথম ওভার থেকেই সীমানা ছাড়া করতে থাকেন ২ ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ৪৭ রান করা ওয়ার্নারকে বোল্ড করে সাজঘরের পথ দেখান আল আমিন।
ওয়ার্নার ফিরে গেলেও ক্যামেরুন হোয়াইটকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালিয়ে যান ফিঞ্চ। তুলে নেন ক্যারিয়ারের ১১তম অর্ধশতক। শেষ পর্যন্ত ফিঞ্চের ৪৫ বলে ৭১ ও হোয়াইটের অপরাজিত ১৮ রানে ভর করে ১৭ ওভার ৩ বলে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই একমাত্র জয়।