নারীদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ রানে হারালো বাংলাদেশ। টানা ৩ ম্যাচ হারলেও একটি ম্যাচ জয়ের মধ্য দিয়ে প্রথম বারের বিশ্বকাপের মিশন শেষ করলো বাংলাদেশের নারী ক্রিকেট দল।
সিলেট ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আয়েশা রহমানের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৭৪ রানের মধ্যে আরো ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে সালমা বাহিনী। দলের সর্বোচ্চ ৪১ রান করেছেন রুমানা আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমেই জাহানারা আলমের শিকার হন পেরেরা। বাংলাদেশের বোলিং তোপে ক্রিজে থিতু হতে পারেনি লঙ্কানরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: