দেশ গঠনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করবে নতুন আওয়ামী লীগ সরকার নতুন বছরে এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের।
অতীতের ভুলভ্রান্তি কাটিয়ে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করবে নতুন আওয়ামী লীগ সরকার নতুন বছরে এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের।
নতুন বর্ষ শুরুর লগ্নে তারা বলেন, সত্যিকারের গণতন্ত্র চর্চায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। বাক স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ যেন একটি শান্তিকামী দেশে পরিণত হয় সরকারকে সেভাবেই কাজ করতে হবে বলে তারা মনে করেন।
টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। গত দুই মেয়াদে অর্থাৎ দশ বছরে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করে বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন করেছে তা অভাবনীয় হলেও দুর্নীতির লাগাম টেনে ধরতে পুরোপুরি সফল হয়নি আওয়ামী লীগ সরকার।
বিশ্লেষক এম হাফিজের মতে, গত দুই মেয়াদে যেসব ভুলভ্রান্তি ছিল তা দুর করে নতুন উদ্যোমে কাজ শুরু করতে হবে নতুন সরকারকে।
দুর্নীতি কমিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী ড. ইফতেখারুজ্জামান।
একই সঙ্গে স্থানীয় সরকারকে শক্তিশালী করে, ক্ষমতার বিকেন্দ্রীকরনের ওপরেও জোর দিয়েছেন তিনি।
বিগত দিনের রাজনৈতিক লড়াই বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আনোয়ার হোসেন।
দেশ থাকুক সহিংসতামুক্ত, দুর্নীতিমুক্ত- নতুন বছরে নতুন সরকারের কাছে এ প্রত্যাশা সকলের।