নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিশৃঙ্খলা শুরু হয়েছে- তাতে একটি সুষ্ঠু নির্বাচন করা দূরহ হয়ে যাচ্ছে বলে মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার (ইসি) এম সাখাওয়াৎ হোসেন। দেশ টিভিকে দেয়া এক স্বাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
এম সাখাওয়াৎ হোসেন বলেন, এ পরিস্থিতি সামাল দিতে না পারলে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে।
বড় ধরনের সহিংসতা ঘটার আগেই নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে কমিশনকে আরো কঠোর হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, যে দল বা ব্যক্তি বিশৃংখলা সৃষ্টি করছে বা করবে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়া প্রয়োজন। এসব না করতে পারলে জাতীয় নির্বাচন কোনোভাবে সুষ্ঠুভাবে হবে না।
তিনি আরো বলেন, সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গঠিত নির্বাচন কমিশন যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পেরেছিল, সে প্রশংসা দেশের গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল বিদেশেও।
এম সাখাওয়াৎ হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, তা অতীতের যেকোনো নির্বাচনের থেকে ভিন্ন।
বর্তমান নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই আরো বেশি বলে মনে তরেন সাবেক এ কমিশনার। কারণ এবারই প্রথম দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে।
প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং দ্রুত শুনানি করে বিষয়টি সুরাহার জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করেন সাবেক কমিশনার। তবে মনোনয়ন বাতিলের জন্য অধিকাংশ ক্ষেত্রে রির্টানিং কর্মকর্তাদের উদাসীনতা ও সিদ্ধান্তহীনতাই দায়ী বলেও মনে করেন তিনি।
একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে উপযোগী পরিবেশ থাকার কথা, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল কেউই তা বজায় রাখতে পারেনি—এ মন্তব্য করেন তিনি বলেন, একারণেই নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে।
নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের উপস্থিতির চেয়েও সহিংসতামুক্ত পরিবেশে ভোটগ্রহণ বেশি জরুরি উল্লেখ করে সুষ্ঠু, শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে-এমনটাই প্রত্যাশা এ বিশ্লেষকের।