একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকারকেই দায়িত্ব নিতে হবে—এ মন্তব্য করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন- জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট যে দাবিগুলো ঘোষণা করেছে তা বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।
এ ব্যাপারে সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাবও দিয়েছেন তিনি।
বি. চৌধুরী বলেন- নির্বাচনকে ঘিরে দেশে যে কোনো অপ্রীতিকর ঘটনার দায়ভার সরকারকেই নিতে হবে।
দেশ টিভির সঙ্গে সাক্ষাৎকারে এসব বিষয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য আর আ স ম আব্দুর রবের জেএসডি মিলে গতবছরের শেষ দিকে 'যুক্তফ্রন্ট' নামের নতুন জোটের ঘোষণা আসে। চলতি বছরের আগস্টের শেষে ড. কামাল হোসেনের গণফোরামকে নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্তও গ্রহণ করেছে যুক্তফ্রন্ট।
এরই মধ্যে সংসদ ভেঙে নির্দলীয় সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটের সময় বিচাররিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনসহ পাচঁ দফা দাবি ও নয় দফা লক্ষ্যও প্রকাশ করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট।
যুক্তফ্রন্টের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী বলেন- এই দাবিগুলো বাস্তবায়ন না করা হলে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না— সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সরকারেই নিতে হবে।
সব রাজনৈতিক দলের সঙ্গে এ ব্যাপারে সরকারকে আলাপ-আলোচনার প্রস্তাবও দিয়ে তিনি বলেন-ক্ষমতার রাজনীতি থেকে বের হয়ে দায়িত্ব বোধের রাজনীতি করলেই দেশে শান্তি ফিরে আসবে।
নির্বাচনকে সামনে রেখে যদি কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয় তার দায়ভার সরকারকেই নিতে হবে বলও মন্তব্য করেন সাবেক এ রাষ্ট্রপতি।