এবারও অর্জিত হচ্ছে না রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা— প্রায় আড়াই লাখ কোটি টাকার বিপরীতে ৯ মাসে আদায় হয়েছে মাত্র ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
বিশ্লেষক সেন্টার ফর পলিসির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বছর শেষে রাজস্ব আদায়ে ঘাটতি থাকবে ৪০ থেকে ৪৫ হাজার কোটি টাকা।
তবে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর জানিয়েছে, বছর শেষে ঘাটতি ২৫ হাজার কোটি টাকার বেশি হবে না।
চলতি অর্থবছরে বাজেটে,জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্য দেয়া হয়েছিল ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা।
চলতি অর্থ বছরের প্রথম নয় মাস পেরিয়ে গেছে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩১২ কোটি টাকা। অর্থাৎ প্রথম নয় মাসে ৩৫ শতাংশ লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ১৪ শতাংশ।
এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া বলেন, শেষ তিন মাসে রাজস্ব আদায়ের গতি আরো বাড়বে— তাই নয় মাসের ২৩ হাজার কোটি টাকার ঘাটতি, বছর শেষে ২৫ হাজার কোটি টাকার বেশি হবে না।
সে হিসেবে এপ্রিল, মে, জুন এই তিন মাসে আদায় করতে হবে আরো প্রায় ৮০ হাজার কোটি টাকা।