সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা না হলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পাবেন—উল্লেখ করে তার আইনজীবীরা বলেন, অন্যকোনো মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো না হলে এ মামলায় জামিনের পর তিনি কারাগার থেকে মুক্ত হবেন।
তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা যে যুক্তিই দেখান না কেন তা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন।
যেসব যুক্তি দেখিয়ে জামিন আবেদন করা হয়েছে অন্য রকম কিছু না ঘটলে খালেদা জিয়া জামিন পাবেন— জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, যেহেতু বিএনপি চেয়ারপারসনকে অন্য কোন মামলায় এখন পর্যন্ত শোন অ্যারেস্ট দেখানো হয়নি তাই এ মামলায় জামিন পেলে কারাগার থেকে মুক্তি পাবেন।
জামিনের বিষয়টির ফয়সালা হওয়ার পরই দণ্ড স্থগিতের বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান খন্দকার মাহবুব।
এদিকে, খালেদা জিয়ার আইনজীবীরা যেসব যুক্তি দেখিয়েছেন তার প্রত্যেকটিরই জবাব আদালতে দেওয়া হবে বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান।
এদিকে, রোববার রাজধানীর বকশিবাজারের বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, ওই দিন খালেদা জিয়াকে হাজির থাকার বিষয়ে বিচারিক আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান দুদকের এই আইনজীবী।
আর এ মামলায় খালেদা জিয়াকে হাজির করার বিষয়টি সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির গ্রহণযোগ্যতা এবং জামিনের জন্য গত বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। এরপর বৃহস্পতিবার খালেদা জিয়ার আপিল গ্রহণ করে জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করে উচ্চ আদালত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।