মাত্র ২ কোটি ১০ লাখ টাকা আত্নসাতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাজা দিয়েছে আদালত— এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কী নেই তা নিয়ে মিশ্র মতামত দিয়েছেন আইনজ্ঞরা।
কারো কারো মতে, হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের কোনো বিচার না করলে খালেদা জিয়ার বিচারের রায় নিয়ে জনমনে প্রশ্ন উঠবে।
তবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার সফিক আহমেদের দাবি, এ রায়ে কোনো রাজনৈতিক প্রভাব নেই।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের দায়ে ৩ বারের প্রধানমন্ত্রী খালেজা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
কিন্তু সরকারি-বেসরকারি ব্যাংক, শেয়ার বাজার, পরিবহন খাতসহ বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনার কোনো বিচার হচ্ছে না। তাই এ রায় নিয়ে জনমনে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন আইনজ্ঞরা।
বিগত ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধামন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দুই দলেরই অনেক নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা করা হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব নেতাকর্মীর মামলা বাতিল করা হয়েছে। এ বিষয়টি নিয়েও প্রশ্ন উঠবে বলে মনে করছেন তারা।
তবে সাবেক আইনমন্ত্রী সফিক আহমেদের দাবি, এ রায় নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
দেশে আইনের শাসন রয়েছে এ রায় তারই প্রতিফলন-এমনটাই মনে করেন সাবেক এ আইনমন্ত্রী।