২০১৭ সালে শিশুদের ওপর সামগ্রিকভাবে নির্যাতন-নিপিড়ন ও হত্যা-ধর্ষণের ঘটনা বেড়েছে। প্রতিমাসে গড়ে ২৮ শিশু হত্যা ও ৪৯ শিশু ধর্ষণের শিকার হয়েছে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিচারহীনতা ও বিচারে দীর্ঘসূত্রিতাসহ বেশ কিছু কারণে শিশুদের ওপর নির্যাতন কমছে না বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
তিনি বলেন, শিশুদের ওপর নির্যাতনের হার বেড়ে যাওয়া কোনো ভাবেই মেনে নেয়া যায় না। রাষ্ট্রের এ বিষয়ে অনেক কিছু করার আছে।
শিশু অধিদপ্তর ও কমিশন করার কথা বললেও সরকার তা করেনি বলে অভিযোগও করেন মানবাধিকার কমিশনের এ চেয়ারম্যান।
প্রতি বছরের মত এবারো ২০১৭ সালে শিশু নির্যাতনের ওপর প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। জাতীয় ১০টি দৈনিক পত্রিকার সংবাদ পর্যালোচনা করে শিশু অধিকার পরিস্থিতি ২০১৭'র প্রতিবেদন তৈরি করা হয়।
রিপোর্টে বলা হয়, ২০১৬ সালে ৩ হাজার ৫৮৯টি শিশু নির্যাতনের শিকার হয়েছিলো। আর ২০১৭ সালে ৩ হাজার ৮৪৫টি শিশু নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ১৭১০টি শিশু বিভিন্ন ধরনের অপমৃত্যুর শিকার হয়েছে আর ৮৯৪টি যৌন নির্যাতনের শিকার হয়েছে।
২০১৬ সলের তুলনায় গত বছর নির্যাতন-নিপীড়ন বেড়েছে ৭ দশমিক ১৩ শতাংশ। যার মধ্যে অপমৃত্যু বেড়ছে আঠারো দশমিক ৬৭ শতাংশ আর যৌন নির্যাতন বেড়েছে ৩০ দশমিক ৩২ শতাংশ।
বলা আরো হয়, তবে শিশুদের ওপর নির্যাতনের অবস্থা আরো গুরুতর। সার্বিকভাবে খোঁজ নেওয়া হলে পরিস্থিতি আরো ভায়বহ ভাবে ধরা পড়বে বলে মনে করে শিশু অধিকার ফোরাম।