স্বতন্ত্র বেতন স্কেল ও পদমর্যাদার বিষয়টি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে ১ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতিতে যাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
তবে সরকার এ বিষয়ে আর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষকদের দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিক। সরকার এ শিক্ষকদের দাবি-দাওয়াগুলো বিবেচনা করবে।
অষ্টম পে স্কেলে স্বতন্ত্র বেতন কাঠামোসহ পদমর্যাদার দাবিতে প্রায় ৬ মাস ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
সরকার তাদের সমস্যা বিবেচনায় নিয়ে এরইমধ্যে একটি কমিটিও গঠন করেছে। এরই পরিপ্রক্ষিতে এলজিইডি ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক।
জানা গেছে, বেঁধে দেয়া সময়ের মধ্যে সমাধান না হলে লাগাতার কর্মসূচিতে যাবেন বলে জানালেন শিক্ষক নেতারা।
সরকার শিক্ষকদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে, এমনটাই আশা শিক্ষকদের।