বিশেষ প্রতিবেদন

ঝুঁকিপূর্ণ স্থান ঘেঁষে আবারো গড়ে উঠছে স্থাপনা

ঝুঁকিপূর্ণ স্থান গড়ে উঠছে স্থাপনা
ঝুঁকিপূর্ণ স্থান গড়ে উঠছে স্থাপনা

নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসন ঘোষিত ঝুঁকিপূর্ণ স্থান ঘেঁষে আবারো গড়ে উঠছে নানারকম স্থাপনা। দুর্বল কাঠামোয় এসব অবৈধ বসতি দেবে গিয়ে প্রাণহানির ঘটনার পরও রাজধানীর খিলগাঁওয়ে চৌধুরীপাড়ার ঝিলে ফের তৈরি করা হচ্ছে স্থাপনা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাকেই এজন্য দায়ী করছেন এলাকাবাসী। তবে জেলা প্রশাসন ও রাজউক বলছে, অবৈধ স্থাপনা নির্মাণের প্রমাণ পেলে তারা যথাযথ ব্যবস্থা নেবেন।

রামপুরায় ঝিলের ওপর গড়ে তোলা দ্বিতল টিনশেড ঘর তৈরি করে ভাড়া দেন চৌধুরীপাড়া ঝিলপাড় এলাকার রাজনৈতিক দলের এক স্থানীয় নেতা। দ্বিতল টিনশেড ঘরটি পানির নিচে দেবে যাবার দুই দিন আগে ঘরটির একপাশ হেলে পড়ে।

পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন ঢাকার জেলা প্রশাসক ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।

ওই স্থানসহ আশেপাশের স্থানটি ঝুকিপূর্ণ ঘোষণা করেন প্রশাসন। তবে দুই সপ্তাহ না পেরোতেই সেই ঝুকিপূর্ণ স্থান ঘেষে আবারো তৈরি করা হচ্ছে স্থাপনা।

এদিকে, ঝুকিপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা গড়ে তুললে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন।

কেন এমন স্থাপনা আবার গড়ে তোলা হচ্ছে বাড়ির তত্ত্বাবধায়কের কাছে জানতে চাওয়া হলে কিছু হবে না বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ