তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছেন বলে জানিয়েছেন সর্বভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি-সিপিআইএম'র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে খোলাসা করে কিছু বলছেন না মমতা। তার আশঙ্কা, এমনকি রাজি হয়েও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা সফরে নাও আসতে পারেন মমতা ব্যানার্জি।
দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন সিপিআইএম'র রাজ্যসভার নেতা সীতারাম ইয়েচুরি।
কমরেড অমল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা আসনে সর্বভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
দেশটিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিস্তার পানিবণ্টন চুক্তি, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, তিস্তা চুক্তির পক্ষে পূর্ণ সমর্থন রয়েছে সিপিআইএমের— আলোচনার মাধ্যমে এর সুরাহা হতে পারে, তবে বিষয়টি নিয়ে পরিষ্কার কিছু বলছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ইতিবাচক বলে মনে করছেন ইয়েচুরি। আশঙ্কা করছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাচে শেষ মুহুর্তে এ সফর থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন মমতা ব্যানার্জী।
সীতারাম ইয়েচুরি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দু'দেশের জনগণের সম্পর্কের প্রতি।
দক্ষিণ এশিয়ায় মৌলবাদের উত্থানকে এ অঞ্চলের জন্য সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেন সিপিআইএমের সাধারণ সম্পাদক।
গত মাসে সিপিআইএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সীতারাম ইয়েচুরি।