বিশেষ প্রতিবেদন

বাজেটে আনুপাতিক হারে বরাদ্দ কমছে কৃষিতে

কৃষি
কৃষি

আগামী অর্থবছরের বাজেটে আনুপাতিক হারে বরাদ্দ কমছে কৃষিতে। ৯ হাজার কোটি টাকা ভর্তুকিসহ আসছে বাজেটে কৃষিতে বরাদ্দ থাকতে পারে ১৩ হাজার ৬৯০ কোটি টাকা। যা চলতি অর্থবছরের কৃষিতে বরাদ্দের চেয়ে ১ হাজার ৩০০ কোটি টাকা বেশি হলেও, আনুপাতিক হারে প্রায় ০.৪% কম। আর কৃষিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারিত হতে পারে সাড়ে ৩%।

বিশেষজ্ঞরা বলছেন, কৃষি ও কৃষকের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায়, এ খাতে বরাদ্দ আরো বাড়ানো উচিত।

এক সময়কার কথিত তলাবিহীন ঝুঁড়ি থেকে আজ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ। সম্প্রতি যুক্ত হয়েছে খাদ্য রপ্তানিকারক দেশের তালিকায়ও। এ সত্ত্বেও জাতীয় বাজেটে আনুপাতিক হারে ধারাবাহিকভাবে কমছে কৃষি বরাদ্দ।

২০১০-১১ অর্থবছরে কৃষিতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৬.৫৮%। পরের বছর তা কমে দাঁড়ায় ৬.৪%।

২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ বাড়লেও, ২০১৩-১৪ তে তা নেমে আসে ৫.৬৮%। আর চলতি অর্থবছরে তা নেমে এসেছে পাচেরও কম ।

আসন্ন বাজেটে যে আভাস, তাতে বাজেটে কৃষি বরাদ্দ আরো কমে, সাড়ে চারের নিচে নামতে পারে।

খাদ্য উৎপাদনে দেশ খাদ্যে স্বয়ংভর হলেও ভাগ্য বদলায়রি কৃষকদের। কৃষককে উতপাদিত পণ্যের নায্য দাম নিশ্চিত করতে ও পরিবর্তিত জলবায়ু সহনশীল শস্য উৎপাদনে গবেষণা কাজে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

কৃষিতে সরকারের ভর্তুকির প্রায় ৯০% যায় সারে। বাকীটা বীজ, সেচ ও অন্যান্য সুবিধা বাবদ। কৃষির টেকসই উন্নয়নে বেসরকারি খাতকে যুক্ত করার পাশাপাশি, ভর্তুকির আওতা বাড়ানোর পরামর্শ তাদের।

উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে সরকারি নীতি সহায়তা অপরিহার্য়। এতে কৃষক উতপাদিত পণ্যের নায্যমুল্য পাওয়ার পাশাপাশি, সরকারের নির্ধারিত প্রবৃদ্ধিও অর্জনে সহায়ক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এর পাশাপাশি মৎস ও পশুপালন এবং পোল্ট্রি ফার্মকে ভর্তুকির আওতায় আনার পরামর্শ তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ