বিশেষ প্রতিবেদন

রাজনৈতিক অস্থিতিশীলতাই রপ্তানির প্রবৃদ্ধি সর্বনিম্নে পর্যায়ে

প্রবৃদ্ধি সর্বনিম্নে
প্রবৃদ্ধি সর্বনিম্নে

বিগত পাঁচ বছরের মধ্যে চলতি অর্থবছরে রপ্তানির প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে— বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির তথ্যানুযায়ী ২০০৯-১০ অর্থবছরের প্রায় সাড়ে ৪১ % রপ্তানির প্রবৃদ্ধি চলতি অর্থবছরের প্রথম দশ মাসে নেমে এসেছে ২.৬৩%। রপ্তানির এ করুণ চিত্রের জন্য দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ইউরোর দরপতনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছররে ৩৫টি রপ্তানি মিশনের মধ্যে বেশিরভাগই লক্ষ্য অর্জন করতে পারেনি। এরমধ্যে ১৭টি মিশনে লক্ষ্যমাত্রা অর্জন দূরে থাক রপ্তানি আগের অর্থবছরের চেয়েও কম হয়েছে। যে কারণে সামগ্রিক রপ্তানি হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৫.৭১% কম।

ইপিবির তথ্য অনুয়ায়ী লক্ষ্যমাত্রার চেয়ে নিটওয়্যার ৬.৩১%, ওভেন প্রায় সাড়ে ৪%, হোম-টেক্সটাইলে ২.৭১, চামড়া ও চামড়াজাত পণ্যে ১৯% এবং হিমায়িত খাদ্যে প্রায় ১৭% রপ্তানি কম হয়েছে। যে কারণে সার্বিক রপ্তানি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩% নিচে।

ইপিবি ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু দেশ টিভিকে এসব তথ্য জানিয়েছেন।

রপ্তানির সার্বিক চিত্র থেকে দেখা যায় চলতি বছরের রপ্তানি প্রবৃদ্ধি বিগত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১০-১১ অর্থবছরে যেখানে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় সাড়ে ৪১%। পরের বছরই তা নেমে আসে প্রায় ৬%। এর পরের দুই বছর কিছুটা বাড়লেও চলতি অর্থবছরে নেমে এসেছে ৩ এরও নিচে।

রাজনৈতিক অস্থিতিশীলতা ও ইউরোর দরপতনকে এজন্য দায়ী করেছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।

তবে চলতি বছর, প্লাস্টিক, মেলামাইন, বাইসাইকেল ও কিছু ইলেক্ট্রনিক সামগ্রিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রপ্তানি হয়েছে। যা দেশের রপ্তানি যোগ্য পণ্যের ঝুড়িকে আরো সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ