বিশেষ প্রতিবেদন

টানা অবরোধ-হরতালে সারাদেশে নিহত ৬৪ জন

বাসে আগুন
বাসে আগুন

টানা অবরোধ-হরতালে গত ২৮ দিনে নিহত হয়েছেন ৪৬ জন আর পেট্রোল বোমায় পুড়ে মারা গেছেন ১৮ জন। নাশকতায় জড়িতদের ধরতে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এরইমধ্যে সহিংসতায় সাড়ে ৫০০ মামলায় আসামী করা হয়েছে ৩০ হাজারেরও বেশি।

তবে সরকারি হিসেবে আটক দেখানো হয়েছে ৭ হাজার ৪৪ জন। নাশকতা ও সন্ত্রাস দমনে সরকার পুরস্কার ঘোষণা করেছে এবং কঠোর পদক্ষেপ নিয়েছে। তবুও যানবাহনে পেট্রোলবোমা ও আগুন দেওয়ার ঘটনা ঘটছেই। বাড়ছে লাশের সারি।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে গত ২৭ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত পেট্রোলবোমাসহ নানা সহিংসতায় ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০০ আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০ যানবাহন।

এর মধ্যে আগুন দেয়া হয়েছে তিনশোর বেশি যানবাহনে, ১৬১টিতে ভাঙচুর করা হয়েছে আর এসব ঘটনায় সারাদেশে সাড়ে ৫০০ মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৭ হাজার ৪৪ জন।

বিএনপি সহিংসতার দায় স্বীকার না করলেও সম্প্রতি সরকারের আইন-শৃংখলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিএনপির দাবি চ্যালেঞ্জ করে গ্রেপ্তারকৃতরা যে বিএনপি-জামাতেরই কর্মী তা তুলে ধরেন গণমাধ্যমের কাছে।

রাজনৈতিক কর্মসূচির নামে দেশজুড়ে সহিংসতা বন্ধে প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে নাশকতাকারীদের ধরিয়ে দিতে কয়েকদফা পুরস্কার ঘোষণা করা হয়েছে, মোটর সাইকেলে আরোহী বহন নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে আইন-শৃংখলা রক্ষায় কঠোর নির্দেশ আর ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ নজরদারি এবং অপরাধী ধরার অভিযান বাড়ানো হলেও প্রতিদিনই যাত্রীবাহী বাসে ছোড়া পেট্রোল বোমায় পুড়ছে মানুষ, পণ্যবাহী যানবাহনে আগুনসহ চলছে ভাঙচুর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ