অবরোধে রাজধানীর জনজীবন স্বাভাবিক থাকলেও নাশকতার ভয়ে শঙ্কিত নারী-পুরুষ-শিশুসহ প্রতিটি মানুষ। রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে চাননা তারা। চান শান্তিপূর্ণ পরিবেশ আর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।
চোরাগুপ্তা হামলার দায় সরকার এড়াতে পারেনা এমন অভিযোগের পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় সরকারের প্রতি ক্ষুব্ধ সাধারণ মানুষ। চলমান সঙ্কট নিরসনে রাজনৈতিক উদ্যোগে আলোচনার কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা।
চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধ। কিন্তু রাজধানীর সড়কগুলোর এমন দৃশ্য থেকে এটাই বোঝা যায় এ অবরোধে নেই জনসমর্থন। মানুষ চায় নিরাপদে কর্মস্থলে যাওয়া-আসার নিরাপত্তা, যে কাজ তার দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করছে।
নগরীর এসব গণপরিবহণে করে যার যার গন্তব্যে ছুঁটছে নগরবাসী। তাদের চোখে-মুখে স্পটতই শঙ্কার ছায়া। অক্ষত অবস্থায় গন্তব্যে পৌঁছাতে পারবো তো?
রাজনৈতিক কর্মসূচির নামে যারা সাধারণ মানুষের জীবন কেড়ে নেয় তারা দেশের কল্যাণ নয়, রাজনৈতিক ফায়দা হাসিলের পাঁয়তারা করছে। অথচ তারা পেট্রোলবোমা হামলার শিকার হচ্ছে না, বোমায় দগ্ধ হচ্ছে কেবল সাধারণ মানুষ। তাই ক্ষোভ একটু বেশিই তাদের কন্ঠে।
তবে কেউ কেউ মনে করেন এভাবে আর চলতে পারেনা। এরজন্য অবশ্যই একটি সমাধানমূলক আলোচনার দরকার বলে মনে করেন তারা।