বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে নারীদের সম্মান জানাতে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল তার সার্চ বার্টনে নতুন ডুডুল যুক্ত করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বিভিন্ন দিবস এবং বিশ্বের মনীষীদের শ্রদ্ধা জানাতে প্রায়ই ডুডল পরিবর্তন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়।
গুগল ডুডলে ইলাস্ট্রেটরের মাধ্যমে নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়েছে। অ্যানিমেশনে দেখা যাচ্ছে নারীকে শিক্ষক, মা, ডাক্তার, বিজ্ঞানী, মেকানিক্যাল, বিউটিশিয়ান, বৃক্ষ রোপণকারী এবং ফটোগ্রাফার হিসেবে।
নারীদের সহযোগিতা ছাড়া পুরুষ জাতি অচল। সমাজ, পরিবার বির্নিমাণে নারী পুরুষের অবদান সমানে সমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও নারীদের জয়ও গান গেয়েছেন। তিনি তার নারী কবিতায় বলেন, ‘সাম্যের গান গাই/আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!/বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’
একজন পুরুষ যেমন সমাজে বিভিন্ন চরিত্রে রোল প্লে করে থাকেন। ঠিক তেমনি একজন নারী পুরুষের পাশাপাশি সমান ভূমিকা রাখেন। হ্যাপি ওমেন্স ডে।