গত রোববার মধ্যরাতে অ্যাপ স্টোরে যুক্ত হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালিকানাধীন ট্রুথ সোস্যাল অ্যাপটি ১ লাখ ৭০ হাজার বার ডাউনলোড হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত হওয়ার পর সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপ হিসেবে দাঁড়িয়েছিল ট্রুথ সোস্যাল। প্রি-অর্ডার এবং ট্রাম্প সমর্থকদের ব্যাপক আগ্রহ থাকার কারণে শুরুর দিকে উচ্চহারে অ্যাপ ডাউনলোড দেখা যায়।
এরই মধ্যে কিছু ব্যবহারকারী বলছেন, ট্রুথ সোস্যালে অ্যাকাউন্ট খুলতে সমস্যায় পড়ছেন বা অপেক্ষমাণ তালিকায় রাখা হচ্ছে। তাদের কাছে এমন মেসেজ আসছে, একসঙ্গে ব্যাপক অনুরোধ আসার কারণে আপনাকে অপেক্ষমাণ রাখতে হচ্ছে।
৬ জানুয়ারী, ২০২১, ইউএস ক্যাপিটলে তার সমর্থকদের দ্বারা আক্রমণের পর, পোস্ট করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর ট্রাম্পকে Twitter, Facebook এবং YouTube থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তখন থেকেই নিজস্ব সোস্যাল প্লাটফর্ম আনার ঘোষণা দেন এ আবাসন ব্যবসায়ী।
প্রাক্তন রিপাবলিকান মার্কিন প্রতিনিধি ডেভিন নুনসের নেতৃত্বে, ট্রাম্প মিডিয়া এন্ড টেকনোলজি গ্রুপ (TMTG) এবং প্রযুক্তি কোম্পানিগুলি Truth Social এর পিছনের উদ্যোক্তা। এই উদ্যোক্তারা নিজেদেরকে বাকস্বাধীনতার চ্যাম্পিয়ন হিসাবে দাবী করে এবং আশা করছে যে ব্যবহারকারীরা তাদের মতামতকে গুরুত্বের সাথে তুলে ধরতে পারবেন, যা টুইটার বা ফেসবুকের মত সোশ্যাল মিডিয়াতে সম্ভব না।