নিজেদের বাজার বড় করতে এবার স্মার্টওয়াচ আনছে ফেসবুক। বাজারে প্রচলিত স্মার্টফোনের তুলনায় ভিন্নতায় পরিপূর্ণ থাকবে এই স্মার্টওয়াচ। জানা গেছে, শিগগিরই বড়সড় সারপ্রাইজ আনছে জাকারবার্গের ফেসবুক।
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ফেসবুকের স্মার্টওয়াচ দু’টির পেটেন্ট পেয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, স্মার্টওয়াচগুলোর একটির ডায়াল হবে আয়তাকার। অন্যটির ডায়াল থাকবে বৃত্তাকার। আয়তাকার স্মার্টওয়াচের ডিসপ্লেটি খোলা যাবে। বৃত্তাকার স্মার্টওয়াচটিতে থাকবে তিনটি ক্যামেরা লেন্স।
পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে শরীরের তাপমাত্রা মাপার সুবধিাসহ থাকছে হার্ট-রেট ট্র্যাকিং, স্পেপ-কাউন্টিং-সহ ফিটনেস সংক্রান্ত সব ফিচার।
রিপোর্ট বলছে, এই স্মার্টওয়াচ ভারচ্যুয়াল রিয়ালিটি (VR) এবং অগমেন্টেড রিয়ালিটি (AR) সিস্টেম সাপোর্ট করবে। পরে ফেসবুক বাজারে যে AR হেডসেট আনবে সেটাও ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচের মাধ্যমে।
এই ওয়াচে দু’টি ক্যামেরা থাকবে। ফ্রন্ট ও ব্যাক, যেগুলোকে স্মার্টফোনের ক্যামেরার মতোই ব্যবহার করা যাবে।