পরবর্তী প্রজন্মের উৎপাদন কার্যক্রম গতিশীল করতে এক্সবক্স ওয়ানের কনসোল (XBox 1 Console) উৎপাদন বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সফটওয়্যার নির্মাতা জায়ান্টটি। খবর রয়টার্স।
মাইক্রোসফটের এক্সবক্স কনসোল প্রডাক্ট মার্কেটিংয়ের সিনিয়র ডিরেক্টর সিন্ডি ওয়াকার বলেন, এক্সবক্স সিরিজ এক্স/এসের উৎপাদনে মনোনিবেশ করতে আমরা ২০২০ সালের শেষে এক্সবক্স ওয়ান কনসোলের উৎপাদন বন্ধ করে দিয়েছি। একই বছর এক্সবক্স সিরিজ এক্স উন্মোচনের পরপর এক্সবক্স ওয়ান এক্স ও ডিজিটাল এক্সবক্স ওয়ানের উৎপাদন বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রায় সাত বছর পর ২০২০ সালের নভেম্বরে এক্সবক্স সিরিজ এক্সের নতুন দুটি মডেল বাজারজাত করেছে সফটওয়্যার জায়ান্টটি। কভিড-১৯ মহামারীতে গেমিং খাতে গ্রাহকদের ব্যয় বাড়ায় বাজার বিস্তারে এ উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বের বিভিন্ন শিল্প খাত মারাত্মক চিপ সংকটের সম্মুখীন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অনেক পণ্য উৎপাদন ও বাজারজাত পিছিয়ে গেছে। গত নভেম্বরের দিকেই বিজনেস ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সরবরাহ সংকটের কারণে নিনতেন্দো পূর্বনির্ধারিত পরিমাণের তুলনায় ২০ শতাংশ কম সুইচ ডিভাইস উৎপাদন করবে।