পদত্যাগ করলেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী বা সিইও জ্যাক ডরসি। নিজেই এক টুইট বার্তায় সেই খবর জানিয়েছেন।
২০১৫ সালে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছিলেন ডরছি। এ পদে তার স্থলাভিষিক্ত হচ্ছেন টুইটারের বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার পরাগ আগারওয়াল। খবর রয়টার্সের।
সোমবার (২৯ নভেম্বর) টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিইও পদে না থাকলেও সোশ্যাল মিডিয়া কোম্পানির বোর্ডে থাকবেন ডরসি। ২০২২ সাল পর্যন্ত কাজের মেয়াদ অনুযায়ী বোর্ডে থাকবেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: