মহামারী করোনা ভাইরাসের সময় ভুয়া তথ্য ছড়ানো রোধে ব্যবস্থা নেয় সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যম। এসব মাধ্যমের জোরালো পদক্ষেপের কারণে অনেক ভুয়া তথ্য ছড়ানো ব্লগ, সাইট, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ফলে বিভ্রান্তি থেকে মুক্তি মেলে।
এবার জলবায়ু বিষয়ক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সতর্ক করেছে গুগল। মাধ্যমটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অস্বীকার করে যারা এই বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে কনটেন্ট বানাবেন, তাদের সেসব কনটেন্টে বিজ্ঞাপন দেওয়া হবে না।
অ্যালগরিদম ও ব্যবহারকারীদের রিভিউ’র সাহায্যে এই ধরনের কনটেন্ট নির্মাতাদের কোনোভাবেই লাভবান হতে দিবে না বলে জানিয়েছে গুগল। গুগল এই ধরনের কনটেন্টগুলোকে হোম পেইজে যাতে দেখা না যায় সেই ব্যবস্থা গ্রহণ করবে।
জলবায়ু অ্যাক্টিভিস্টরা বলছেন, গুগলের এই ধরনের পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: