আগামী বছর গ্যালাক্সি এস টুয়েন্টি টু ফোনগুলো আসার কথা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস টুয়েন্টি টু আল্ট্রাতে (Galaxy S22 Ultra) আবারও মিলতে পারে এস পেন স্লট। গ্যালাক্সি নোট টুয়েন্টি’র উত্তরসূরি হিসেবে একটি আল্ট্রা মডেল থাকার কথা রয়েছে।
এ বছর কোনো গ্যালাক্সি নোট আনেনি স্যামসাং। আর তাই বলা হচ্ছে হয়তো সে অভাবই ঘুচবে গ্যালাক্সি এস টুয়েন্টি টু আল্ট্রার মাধ্যমে।
ফোনটিতে চতুর্থ আরেকটি ক্যামেরার দেখা মিলবে বলেও ধারণা করা হচ্ছে। সাধারণ এস টুয়েন্টি টু মডেলে মূল ক্যামেরা হতে পারে ৫০ মেগাপিক্সেলের।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: