স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা, পোর্টেবল স্পিকার এবং ভিডিও গেম সিস্টেমে ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করার জন্য প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এই প্রস্তাব উত্থাপন করা হয়।
মূলত পরিবেশ রক্ষা ও সবুজায়নে বৈদ্যুতিক বর্জ্যের পরিমাণ কমানোর জন্য এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ডিভাইসগুলোতে ইউএসবি-সি পোর্ট সিস্টেম মানসম্মত হবে বলেও জানায় ইইউ।
এদিকে ইইউ’র এই প্রস্তাব অ্যাপলের জন্য বিশাল ঝুঁকিপূর্ণ। কেননা তারা আইফোনে নিজস্ব ‘লাইটনিং’ পোর্ট ব্যবহার করে। তবে নতুন প্রস্তাবটি কার্যকর হতে অন্তত কয়েক বছর পর্যন্ত সময় লাগবে। আর এই সময়ে অ্যাপল তাদের পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য হতে পারে।
ইইউ প্রযুক্তি প্রধান মার্গ্রেথ ভেস্টাগার এক বিবৃতিতে জানিয়েছেন, ইউরোপীয় ভোক্তারা ড্রয়ারে জমে থাকা চার্জার নিয়ে হতাশ হয়ে পড়েছিল। আমরা এই শিল্প সংশ্লিষ্টদের তাদের নিজস্ব সমাধান বের করার জন্য যথেষ্ট সময় দিয়েছি। এখন সব ডিভাইসের জন্য এক ধরনের চার্জার ব্যবহারে আইনি পদক্ষেপ নেয়ার সময় এসেছে।
তিনি আরও বলেন, এটি ভোক্তা এবং পরিবেশের জন্য সবুজ এবং ডিজিটাল উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ রাখা গুরুত্বপূর্ণ।
ইউরোপীয় কমিশনের মতে, ইইউ নাগরিকদের গড়ে তিনটি মোবাইল চার্জার রয়েছে। এর মধ্যে অন্তত ৩৮ শতাংশ ব্যক্তি একটি অনুষ্ঠানে তাদের ফোন চার্জ করতে পারেনি। আর এটি শুধু সঠিক চার্জার ছিল না বলে হয়েছে।
ইউরোপীয় কর্মকর্তারা এক দশকেরও বেশি সময় ধরে চার্জার মানসম্মত করার জন্য প্রযুক্তি শিল্পকে চাপ দিচ্ছেন।
এদিকে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমরা বিষয়টি বিবেচনা করব।
অ্যাপল আরও জানিয়েছে, আমরা উদ্বিগ্ন। এমন কঠোর নিয়মনীতি উদ্ভাবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে পথরোধ করবে। আর এটি ইউরোপ ও বিশ্বজুড়ে ভোক্তাদের ক্ষতি করবে।