নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার চারজন বেসামরিক যাত্রী নিয়ে একটি মহাকাশযান পৃথিবীর কক্ষপথে যাচ্ছে। এটিই বিশ্বের প্রথম মহাকাশযান যার সব যাত্রী বেসামরিক।
যুক্তরাষ্ট্রের স্পেস পোর্টের ইতিহাসিক লঞ্চ প্যাড ৩৯-এ থেকে যুক্তরাষ্ট্রের জ্যারেড আইজাকম্যান, হেইলি আর্সেনউক্স, ক্রিস সেমব্রোস্কি এবং সিয়ান প্রক্টরকে নিয়ে স্থানীয় সময় বুধবার রাতে যখন মহাকাশযানটি যাবে তখন আবহাওয়া ৭০ শতাংশ অনুকূলে থাকবে। ওই লঞ্চ প্যাডটি ১৯৬০ ও ৭০-এর দশকে চাঁদে যাওয়ার জন্য অ্যাপোলো মিশনে ব্যবহার করা হয়েছিল। খবর রয়টার্সের
স্পেসএক্স নির্মিত ক্রু ড্রাগন মহাকাশযানটি নভোচারীদের পৃথিবী পৃষ্ঠ থেকে ৫৭৫ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাবে। যা আইএসএস এবং হাবল স্পেস টেলিস্কোপের ঠিক উপরে।
স্পেসএক্স জানিয়েছে, ওই চারজন মহাকাশ পর্যটক তিন দিন পর ফ্লোরিডার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবতরণের আগে পৃথিবীতে মানুষের উন্নততর স্বাস্থ্য এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশযান যাত্রার সময় স্বাস্থ্য রক্ষা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করবেন।